ছবি: আপন দেশ
সবুজ অরণ্যে ভরা হ্রদের মিতালী শহর পার্বত্য জেলা রাঙামাটি। প্রকৃতির অনিন্দ্য শহর খ্যাত এ জেলার প্রতিটি জনপদ প্রকৃতির রূপ দিয়ে গড়ে দিয়েছেন সৃষ্টকর্তা। এমন বাহারী রূপ দেখতে পুরো বছর জুড়ে এ অঞ্চলে পর্যটকদের পদচারণায় মুখর থাকে।
গেল বছরে রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। নতুন স্বাধীনতার স্বাদ পেল বাংলার মানুষ। নতুন বছরে ফ্যাসিস্টমুক্ত আনন্দ মুখর উৎসব পালন করবে দেশের আমজনতা।
এবার মুক্ত বিহঙ্গে ঘুরতে চাইলে প্রকৃতির অপরূপ ভূমি পার্বত্য জেলা রাঙামাটিতে ছুটে আসুন বাঁধ ভাঙ্গা উল্লাস নিয়ে।
আসলে ঘুরতে চলে যাবেন রাঙামাটির সিম্বল খ্যাত ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, রাজবন বিহার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বসবাসরত পল্লী, পলওয়েল পার্ক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি যাদুঘর, আসামবস্তী-কাপ্তাই সংযোগ সড়ক।
রিকশাবিহীন এ শহরের চলাচলের একমাত্র বাহন হলো সিএনজি চালিত অটোরিকশা। যেকোন পর্যটন স্পটে যেতে চাইলে এ বাহনগুলো রিজার্ভ অথবা লোকাল ভাড়ায় চলে যেতে পারবেন নির্ধারিত স্পটে। নিজের ব্যক্তিগত বাহন থাকলেতো কোন কথায় নেই।
এছাড়া ছুটে যেতে পারেন, রাঙামাটির আরেক পর্যটন নগরী মেঘের স্বর্গ খ্যাত বাঘাইছড়ির উপজেলার সাজেকে। সাজেকে গেলে আপনার মন এমনিতেই পুলকিত হবেই। বিনোদন, থাকা-খাওয়া সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে সেখানে।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ আপন দেশকে বলেন, নতুন বছর উপলক্ষ্যে সাজেকে ভাল পর্যটক আসবে। বর্তমানে হোটেল-মোটেলগুলো ৫০ ভাগের মতো বুকিং আছে। নতুন বছরের তিন তারিখ থেকে পর্যটকদের ঢল নামবে বলে প্রত্যাশা করছেন।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা বলেন, বর্তমানে আমাদের হোটেলে নতুন বছরের তিন তারিখ থেকে ৭০ভাগ বুকিং রয়েছে। আশা করছি, এ মওসুমে ভাল পর্যটক আসবে, পর্যটন ব্যবসায়ীরা ভাল ব্যবসা করতে পারবেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।