সংগৃহীত ছবি
নতুন বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতের সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, জানুয়ারিজুড়ে দেশের উপর দিয়ে একাধিক মৃদু থেকে মাঝারি ও কিছু কিছু স্থানে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। গত বছরের তুলনায় এ বছর শীতের প্রকোপ বেশি থাকতে পারে।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, জানুয়ারিতে একটি থেকে মৃদু থেকে মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে এদিকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে ঠান্ডার অনুভূতি বাড়ছে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হচ্ছে।
বুধবার (১ জানুয়ারি) থেকে ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে সারাদেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।