Apan Desh | আপন দেশ

৬ বিভাগে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

৬ বিভাগে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

ছবি: আপন দেশ

শীতের বিদায়ের পর প্রকৃতিতে ছড়িয়েছে ফাল্গুনের সৌরভ। যদিও শীতের বিদায়লগ্নেও এখনও রয়েছে মাঝারি কুয়াশার দাপট। এ অবস্থার মধ্যেই দেশের ৬ বিভাগে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। আর এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। 

এছাড়া বজ্র ও শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তবে এর আগে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) এক বার্তায় দেশের আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট আবহাওয়াডটকম জানিয়েছে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৬ বিভাগে মাঝারি মানের বৃষ্টি হতে পারে।

 আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২১-২৩ ফেব্রুয়ারি এ তিনদিন রংপুর ও রাজশাহী ছাড়া বাকি ৬ বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ,খুলনা, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, বরগুনা, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলায়।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়