Apan Desh | আপন দেশ

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ দেশের বেশ কিছু অঞ্চলে আগামী দু’একদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অধিদফতার এ তথ্য জানিয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আজ রংপুর ও খুলনা বিভাগের দু’একটি স্থানে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কয়েকটি এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবারও রংপুর ও খুলনার দু’একটি স্থানে বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

আগামী তিন দিন শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মৌসুম পরিবর্তনের কারণে বৃষ্টি হলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকবে। ফলে গরমের অনুভূতি বেড়ে যাবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়