Apan Desh | আপন দেশ

ফাগুনের দুপুরে রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৫১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

ফাগুনের দুপুরে রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে অনেকে আশ্রয় নিয়েছে ফুটওভার ব্রিজে

দেশের চার বিভাগে বৃষ্টির আভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানী ঢাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আকাশের গুমোটভাব দেখে দিনের শুরু থেকেই বৃষ্টি হবে-এমনটা অনুমান করা যাচ্ছিল। 

হঠাৎ করেই এদিন দুপুর পৌনে ২টার দিকে যাত্রাবাড়ী, বাড্ডাসহ কয়েকটি এলাকায় শুরু হয় বৃষ্টি। এ বৃষ্টি যেন অনেকের মনে প্রশান্তি এনে দিয়েছে।

আজ বাংলায় ৯ ফাল্গুন। শীত পেরিয়ে বসন্ত ও গ্রীষ্মের মিশেলে মর্মর এক রূপ বিরাজ করছে আবহাওয়ায়। এ অবস্থায় হঠাৎ এক পশলা বৃষ্টি ব্যতিক্রমী আমেজ জাগিয়েছে সবার মনে।

ফাগুনের এ হঠাৎ বৃষ্টিতে অনেককেই দৌঁড়ে ফুটওভার ব্রিজের নিচে আশ্রয় নিতে দেখা গেছে। অনেকে আবার ভিড় করেছেন বিভিন্ন দোকান-শপিংমলের নিচে। ছাতা ছাড়া অপ্রস্তুত সবাই ছিলেন বৃষ্টি কমার অপেক্ষায়। তবে কেউ কেউ আবার বৃষ্টিতে ভিজেই বাসে উঠেছেন।

এদিকে, হঠাৎ বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও বেশিরভাগ মানুষই স্বস্তি প্রকাশ করেছেন। কারণ রাস্তার ধুলোবালি কিছুটা কমে গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

আগামীকাল রোববার শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ৫ দিনে আবহাওয়া পরিবর্তনের উল্লেখযোগ্য কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়