
ফাইল ছবি
গত কয়েক মাস ধরেই ঢাকার বাতাসের মান ভয়ঙ্কর পর্যায়ে রয়েছে। শীতকাল বিদায় নিলেও সেটি অব্যাহত রয়েছে। বিশেষ করে রাজধানী জুড়ে চলছে খোরাখুরি। এতে আরও পরিস্থিতির অবনতি হয়েছে। তাই একিউআইয়ের নির্ধারিত মানদণ্ডে বাতাসের গুণমান বৃহস্পতিবারের (১৩ মার্চ) চেয়ে অবনতি হয়েছে। আগের দিন সকাল ৮টা ২০ মিনিটের হালনাগাদ রেকর্ড অনুযায়ী বায়ুমান ছিল ১২৫।
শুক্রবার (১৩ মার্চ) ৮টা ১৯ মিনিটে শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকার বায়ুমান ১৪০, যা নির্দিষ্ট শ্রেণির (অসুস্থ, শ্বাসতন্ত্রের রোগ আছে এমন মানুষ) জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। এদিন বাতাসের গুণমান সূচকের (একিউআই) দূষিত বাতাসের শহরের তালিকায়ও অবস্থান এগিয়েছে ঢাকার। গতকাল ১৫তম অবস্থানে ছিল রাজধানী, বায়ুমানের অবনতি হয়ে দূষিত বাতাসের শীর্ষ ১০টি শহরের অষ্টম স্থানে উঠে এসেছে ঢাকা।
একিউআইয়ের দূষিত বাতাসের শহরের তালিকায় গত তিন দিনের মতো শুক্রবারও শীর্ষে ভারত। শীর্ষদশে আছে দেশটির দুটি শহর।
২৬৮ বায়ুমান নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে দেশটির শহর দিল্লি। গত তিন দিনের তুলনায় শুক্রবার দিল্লির বাতাস সবচেয়ে বেশি দূষিত। শহরটির আজকের বাতাসের স্কোর, খুবই অস্বাস্থ্যকর বায়ুর নির্দেশক। ১৫০ বায়ুমান নিয়ে দেশটির আরেক শহর মুম্বাই ষষ্ঠ স্থানে আছে।
একিউআইয়ের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে—পাকিস্তানের লাহোর (১৭২), উগান্ডার কামপালা (১৬২), মিয়ানমারের ইয়াঙ্গুন (১৫৯) ও ভিয়েতনামের হানোই (১৫৫)।
বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।