Apan Desh | আপন দেশ

সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, দিনে বাড়বে তাপমাত্রা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৯, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:৫৭, ৫ এপ্রিল ২০২৫

সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, দিনে বাড়বে তাপমাত্রা

প্রতীকী ছবি

দেশের সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ এবং তা অব্যাহত থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার (০৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরওপড়ুন<<>>কালবৈশাখী ঝড়-জলোচ্ছাস আসছে

একই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং রাঙ্গামাটি জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আগামীকালের পূর্বাভাসে বলা হয়ছে, সকাল ৯টা থেকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় (১৭.৮ ডিগ্রি সেলসিয়াস)। শুক্রবার (০৪ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো- মোংলাং (৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস)।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়