Apan Desh | আপন দেশ

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৪, ২৭ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:২৪, ২৭ এপ্রিল ২০২৫

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

ফাইল ছবি

বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ বাংলাদেশ। রাজধানী ঢাকা আরও জনবহুল। যে কারণে এ মেগাসিটিতে বায়ুদূষণের মাত্রা লাগামহীন। ঢাকার বাতাসের মান রোবাবর (২৭ এপ্রিল) সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর'। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের তথ্যমতে, ঢাকার বাতাসের স্কোর সকাল সাড়ে ৭টায় ১০২ রেকর্ড করা হয়েছে। এ স্কোরটি এমনকি শহরের সাধারণ জনগণের জন্যও স্বাস্থ্যগত ঝুঁকি সৃষ্টি করতে পারে। বিশেষত শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে।

আইকিউএয়ারের হিসাব অনুযায়ী, ঢাকার অবস্থান বিশ্বে ১২৫টি শহরের মধ্যে ১৩ নম্বরে রয়েছে। দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে একিউআই স্কোর ২২২। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। তালিকায় দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৯৯ স্কোর), তৃতীয় স্থানে নেপালের কাঠমান্ডু (১৯২), এবং বাহরাইন, ভিয়েতনাম ও থাইল্যান্ডের তিনটি শহর যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে। 

আইকিউএয়ার-এর স্কোর অনুযায়ী, ৫০ এর নিচে বায়ু মান ‘ভালো’, ৫১ থেকে ১০০ এর মধ্যে তা ‘সহনীয়’ এবং ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়, বিশেষত সংবেদনশীল গোষ্ঠীর জন্য। আর ১৫১ থেকে ২০০ স্কোরের মধ্যে বায়ু ধরা হয় ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত।

বিশেষজ্ঞরা বলছেন, রাজধানী ঢাকার বায়ু দূষণের পেছনে রয়েছে যানবাহনের অতিরিক্ত ধোঁয়া, নির্মাণকাজের ধুলো এবং পরিবেশবান্ধব প্রকল্পের অভাব। ফলে, ঢাকাবাসীকে সচেতন থাকার পরামর্শ দেয়া হয়েছে।

আজকের বায়ু দূষণের এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা আরও শঙ্কা প্রকাশ করছেন, যদি বৃষ্টিপাত বা কোনো প্রাকৃতিক পরিবর্তন না ঘটে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়