ছবি : সংগৃহীত
সাধারণ জনগণের সুবিধার কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ১৫ টাকা কেজিতে খাদ্যবান্ধব কর্মসুচির চাল দেয়া হচ্ছে। উপকারভোগীদের একসঙ্গে ৬০কেজি চাল দেয়া হচ্ছে। খাদ্যগুদামে রেকর্ড পরিমাণ মজুদ রয়েছে। প্রয়োজনে খাদ্য মজুত আরও বাড়াতে উদ্যোগ নেয়া হবেবলে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) নওগাঁর নিয়ামতপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসুচির চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য উদ্যোগ। নিন্মআয়ের মানুষ সরাসরি এ কর্মসুচি থেকে উপকৃত হচ্ছে। পৃথিবীর কোথাও এমন মহৎ কর্মসুচি নেই।
আরও পড়ুন: এনআইডি সার্ভার চালু হয়েছে
সাধন চন্দ্র মজুমদার বলেন, বর্তমানে সরকারী খাদ্যগুদামে রেকর্ড পরিমান খাদ্য মজুত আছে। কোন ধরনের সংকট নেই। সরকার অভ্যন্তরীণ উৎস থেকে অতিরিক্ত আরও ২ লাখ টন চাল সংগ্রহ করতে যাচ্ছে। প্রয়োজনে মজুত আরও বাড়াতে উদ্যোগ নেয়া হবে। খাদ্যবান্ধব কর্মসূচির পাশাপাশি সরকারের ওএমএস কর্মসুচিতে চাল–আটা বিক্রয় কার্যক্রম চলমান আছে বলেও জানান মন্ত্রী।
খাদ্যমন্ত্রীর চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক, প্রচার সম্পাদক রণজিৎ সরকার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।