Apan Desh | আপন দেশ

দাবি আদায় না করে ঘরে ফিরব না, রাজশাহীর গণমিছিলে বললেন দুদু

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪২, ১৯ আগস্ট ২০২৩

দাবি আদায় না করে ঘরে ফিরব না, রাজশাহীর গণমিছিলে বললেন দুদু

ছবি: আপন দেশ

রাজশাহী: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আন্দোলনের মাধ্যমেই বর্তমান ক্ষমতাসীন ফ্যাসিবাদী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই। বেগম খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবাইদুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল।

বিএনপির রাজশাহী মহানগরী আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এবং সদস্য সচিব মামুন অর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অন্য নেতারা বক্তব্য দেন।

সমাবেশে শেষে ভুবন মোহন পার্ক থেকে মহানগর বিএনপির উদ্যোগে গণমিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়