Apan Desh | আপন দেশ

রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্র পাচারের সময় গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৪, ১৯ আগস্ট ২০২৩

রাজশাহীতে বাদাম বিক্রেতা সেজে অস্ত্র পাচারের সময় গ্রেফতার

ছবি : আপন দেশ

রাজশাহী পুঠিয়া উপজেলায় বাদাম বিক্রেতা সেজে অভিনব কায়দায় অস্ত্র পাচারকালে ৪টি ওয়ান শুটারগান ও ৬ রাউন্ড গুলিসহ মিলন (২৬) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। 

শুক্রবার (১৮ আগষ্ট) রাত্রী সাড়ে ৯টার সময় বানেশ্বর শিবগঞ্জ বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত চারঘাট থানাধীন পশ্চিম ভাটপাড়া ঝাউবনা গ্রামের আতাউর রহমানের ছেলে। 

র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, বানেশ্বর বাজার থেকে বাদাম বিক্রেতার ছদ্মবেশে বাদামের ডালিতে করে অস্ত্র পাচার করছে একজন চোরাকারবারি। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে চেকপোস্ট বসায়। এসময় একটি ব্যাটারি চালিত ভ্যানকে সিগন্যাল দিলে যাত্রীবেশে থাকা একজন ব্যাক্তি ঘাড়ে করে বাদামের ডালিসহ কৌশলে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অস্ত্র পচারকারী মিলন জানায়, তার নিকট অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান রয়েছে।

  আরও পড়ুন: রাজশাহীতে মাদকের গডফাদার আক্কাস আলী গ্রেফতার

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানায় র‍্যাব।

আপন দেশ/প্রতিনিধি/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়