Apan Desh | আপন দেশ

নৌকায় ভোট চাইলেন দেওয়ানগঞ্জের ওসি, এসপি বললেন এটা করা ঠিক না

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৫৪, ২৫ আগস্ট ২০২৩

আপডেট: ১৪:১৩, ২৫ আগস্ট ২০২৩

নৌকায় ভোট চাইলেন দেওয়ানগঞ্জের ওসি, এসপি বললেন এটা করা ঠিক না

বক্তব্য রাখছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর: ছবি সংগৃহীত

আওয়ামী লীগকে আবারও সরকারে দেখতে চেয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর। প্রকাশ্যে মাইকে আগামী নির্বাচনে পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করেছিল দেওয়ানগঞ্জ পৌরসভা। 

আলোচনা সভায় ওসি বলেন, এক কুচক্রী মহল কিন্তু গতকালকে আমাদের অনেক কুৎসা রটিয়েছে, এগুলা থেকে আপনারা সাবধান থাকবেন। সামনে আমাদের নির্বাচন আসছে, আপনারা সবাই সতর্ক দৃষ্টি রেখে কাজ করবেন যাতে আমরা পুনরায় আওয়ামী লীগকে বিপুল ভোটে জয়ী করতে পারি। 

ওসির বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুকে সুযোগ্য মেয়র ও জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের এমপি আবুল কালাম আজাদকে মাটি ও মানুষের নেতা বলে অভিহিত করেন তিনি। দেওয়ানগঞ্জ মডেল থানার পক্ষ থেকে সালাম জানিয়ে ওসি তার বক্তব্য শেষ করেন। দেওয়ানগঞ্জ পৌরসভা আয়োজিত দোয়া মাহফিলের পর দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি হয় দেওয়ানগঞ্জ পৌরসভা মাঠে। 

আরও পড়ুন: আ.লীগ নেত্রীর ছেলের কাণ্ড, বন্ধুকে গাছে বেঁধে প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ

পৌর মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ ব্যাপারে ওসি শ্যামলচন্দ্র ধর জানান, একটি কুচক্রী মহল আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেলে আলোচনা-সমালোচনা তৈরি হয়।

আওয়ামী লীগের পক্ষে ভোট চাওয়ার বিষয়ে মন্তব্য জানতে ওসি শ্যামল চন্দ্র ধরকে ফোন করা হলে তিনি জানান, এই বিষয়ে তো তার বক্তব্য আছেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে জামালপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, ওসির বক্তব্যের বিষয়টি আমার জানা নেই। চাকরির নিয়মাবলি অনুযায়ী আমরা এমন বক্তব্য দিতে পারি না। তিনি যে বক্তব্য দিয়েছেন তা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এর থেকে আমার আর কিছু বলার নেই। 

এর আগে কুমিল্লার নাঙ্গলকোটে নৌকার জন্য ভোট চেয়েছিলেন থানার ওসি মো. ফারুক হোসেন। স্থানীয় সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ওসির ভোট চাওয়ার ৩৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয়।

পরে ওসি ফারুক হোসেনকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। ১৭ আগস্ট রাতে কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার) স্বাক্ষরিত ৫৩৭৮ স্মারকে অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আপন দেশ/জেডআই/এবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়