ছবি: সংগৃহীত
চট্টগ্রামে অতি বৃষ্টিতে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার (২৭ আগস্ট) সকালে ষোলশহর রেল স্টেশন সংলগ্ন আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সোহেল (৩৫) এবং তার তার সাত মাস বয়েসী মেয়ে বিবি জান্নাত। আহত দুজনের নাম জানা যায়নি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা জানান, আই ডব্লিউ কলোনির পাহাড়টি অন্তত ৫০ ফুট উচুঁ, সেখানে রিটেইনিং ওয়ালও আছে। পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে নিম্ন আয়ের লোকজন থাকতেন।
আরও পড়ুন <> ফ্লোরিডায় শ্বেতাঙ্গ বন্দুকধারীর গুলিতে ৩ কৃষ্ণাঙ্গ নিহত
সকালে অতি বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে নিচে ঘরের উপর পড়ে। তাতে একই পরিবারের চারজন চাপা পড়লে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
তাদের মধ্যে দুইজনকে হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পাঁচলাইশ থানার এসআই জাকির হোসেন।
এ মাসের শুরুতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার পর গত বুধবার থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে চট্টগ্রামে।
শনিবার রাত ১২ থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত আট ঘণ্টায় ৭৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।