ফাইল ছবি
বগুড়া: বগুড়ায় ব্যবসায়ী আশিক সরকারকে কুপিয়ে হাত, পা বিচ্ছিন্নের ঘটনায় হোতাকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার মামলা হলে রাতেই ওই হামলার পরিকল্পনাকারী স্থানীয় এরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য আলম শেখকে বানদীঘি চাতালের মোড় থেকে গ্রেফতার করেছে।
সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে আলমকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশের এজাহার সূত্র ও স্বজনরা জানান, গ্রেফতার আলম শেখ বগুড়া সদরের বানদীঘি ফকিরপাড়ার লজি শেখের ছেলে। তিনি এরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য। পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা গত ৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বানদীঘি মণ্ডলপাড়ায় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। মাথার আঘাত ঠেকানোর চেষ্টা করলে বাম হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আত্মরক্ষায় দৌড় দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের গোড়ালি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আঘাতে গোড়ালি থেকে দুই পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর মধ্য রাতে চিকিৎসকরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে আশিকের বড়ভাই লালন সরকার মঙ্গলবার রাতে সদর থানায় আলম শেখ, ফিজু, শরিফ ও অনিকসহ ছয়জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পর পুলিশ বানদীঘি চাতালের মোড় থেকে ৩নং আসামি ইউপি সদস্য আলম শেখকে গ্রেফতার করে।
হামলার শিকার আশিক সরকারের ফুফাতো ভাই সাব্বির হুসেইন বাবলু জানান, হামলার পর হাসপাতালে তার ভাই (আশিক) পুলিশ ও উপস্থিত সবাইকে হামলাকারী ও পরিকল্পনাকারীদের নাম বলেন। হামলার সময় আশিকের বাম হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুই পায়ের গোড়ালির সামান্য অংশ লেগে ছিল। পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা একটি পা অপসারণ করেছেন। এছাড়া তারা অপর পা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।