Apan Desh | আপন দেশ

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বাগেরহাটে র‌্যালি, সভা

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩, ৯ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বাগেরহাটে র‌্যালি, সভা

ছবি: আপন দেশ

বাগেরহাট: পরিবর্তনশীল ও শান্তিপূ্র্ণ সমাজ গঠনেসাক্ষরতার প্রসার প্রতিবাদ্য নিয়ে বাগেরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

দিনটি উপলক্ষে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও উপ আনুষ্ঠানিকশিক্ষা ব্যুরো এ কর্মসূচির আয়োজন করে। 

সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলাপ্রশাসক মোহা: খালিদ হোসেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আসাদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহআলম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা শিক্ষকও শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভায় ঝরে পড়া এবং বয়স্কদের বাধ্যতামূলক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিতের আহবান জানান বক্তারা।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়