ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ১৬ কেজি গাঁজাসহ হায়দার আলী নামের একজনকে আটক করেছে র্যাব-৫। হায়দার আলী স্থানীয় কাটাখালি থানাধীন মাসকাটাদিঘী এলাকার কুদ্দুস আলীর ছেলে।
শুক্রবার (২০ অক্টোবর) রাত ৯টায় পুঠিয়া বাজারে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী পিকআপে মাদকদ্রব্য গাঁজা নিয়ে কুমিল্লা থেকে রাজশাহী দিকে আসছে। এ সংবাদ পেয়ে জেলার পুঠিয়া বাজারের র্যাবের টিম চেকপোষ্ট পরিচালনা করে। চেকচলাকালে একটি হলুদ রংয়ের খালি পিকআপ আসলে সিগন্যাল দিয়ে গতিরোধ করার চেষ্টা করে র্যাব। এসময় পিকআপের দরজা খুলে একজন ব্যক্তি (ড্রাইভারের আসনে থাকা) পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গাঁজা পিকআপের ইঞ্জিনের নীচে বিশেষ কায়দায় বক্সে ভিতর রাখা আছে। র্যাবা জানায়, গ্রেফতার হায়দার আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের ৪ টি মামলা রয়েছে। গ্রেফতার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আপন দেশ/প্রতিনিধি/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।