Apan Desh | আপন দেশ

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৫, ২২ অক্টোবর ২০২৩

বাগেরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ছবি: আপন দেশ

বাগেরহাটে র্যালী, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। রোবার (২২ অক্টোবর) নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বাগেরহাট বাসষ্ট্যান্ড থেকে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেষে ট্রাফিক মোড় গিয়ে শেষ হয়।

র‌্যালীতে বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলাম,বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ও চালক ও শ্রমিক নেতৃবৃন্দ। পরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।এসময় বক্তব্য দেন বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক জান্নাতুল মাওয়া, বাগেরহাট ট্রাফিক ইনস্পেক্টর সালাউদ্দিন, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রাকৃতিক দূর্যোগের চেয়ে সড়ক দূর্ঘটনা ভয়াবহ। প্রতিদিনই দূর্ঘটনার শিকার হয়ে কারও মা-বাবা, কারও আত্মীয় স্বজন, কারও ছেলে মেয়ে মারা যাচ্ছে। এক্ষেত্রে সকলকে এগিয়ে এসে সড়ক দূর্ঘটনা রোধে কাজ করার আহবান জানান বক্তারা।

আপন দেশ/প্রতিনিধি/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়