Apan Desh | আপন দেশ

নোয়াখালীতে দুই বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৬, ৫ নভেম্বর ২০২৩

নোয়াখালীতে দুই বাসে আগুন

বাসের পুড়ে যাওয়া সিট

নোয়াখালী: সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে আজ (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে। এ কর্মসূচির প্রথম দিনেই নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজার বাসস্ট্যান্ডে থেমে থাকা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

এবিষয়ে জানতে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান, বাহির থেকে হয়তো বাসের জ্বানালা দিয়ে আগুন দিয়ে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। তবে বাসের তেমন কোনো ক্ষতি হয়নি। দুটি বাসের মাত্র দুটি সিট জ্বলেছে। কে বা কারা এটা করেছে কেউ এটা বলতে পারেনি।   

শনিবার (৪ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। অবরোধে পণ্যবাহী ট্রাক ও যাত্রী সংকটে দূরপাল্লার যানবাহন বন্ধ ছিল। তবে জেলা শহর মাইজদীসহ উপজেলা শহরগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।   

অপরদিকে, বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ প্রতিরোধে জেলার কোম্পানীগঞ্জে, সেনবাগে, বেগমগঞ্জে ও সদর উপজেলার প্রধান প্রধান সড়কে অবস্থান নেয় আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সেই সঙ্গে পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে এবং সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

অবরোধের সমর্থনে জেলা শহর মাইজদী, বেগমগঞ্জের চৌমুহনী বাজারে, সেনবাগের ছমির মুন্সি ও পৌর এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিলে তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া জেলায় অবরোধের তেমন কোনো প্রভাব পড়েনি। ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে অবরোধের প্রথম দিন।    

অপর দিকে অবরোধকে ঘিরে গত ২৪ ঘণ্টায় জেলার বেগমগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন রাজু, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুরশিদুর রহমান রায়হানসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী  সংগঠনের বিভিন্ন পর্যায়ের ৭ নেতাকর্মীকে গ্রেঢতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এরমধ্যে জেলা শহরের নাপিতের পোল এলাকায় পিকেটিংকালে ছাত্রদল নেতা মুরশিদুর রহমান রায়হানকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে বেগমগঞ্জে বিএনপির ৪ জন, কোম্পানীগঞ্জে দুজন, সদর উপজেলায় ১ ছাত্রদল নেতা রয়েছেন।    

বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস অভিযোগ করেন, সকালের দিকে চৌমুহনী বাজারের কালিতলা রোডে যুবদলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে মিছিল বের করে। মিছিলে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। একপর্যায়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাজুসহ ২ জনকে মারধর করে পুলিশে সোপর্দ করে। হামলাকারীদের আঘাতে রাজুর মাথা ফেটে যায় বলেও তিনি অভিযোগ করেন।          

আপন দেশ/এমএমজেড

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়