Apan Desh | আপন দেশ

জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে, ঢাকা-কুমিল্লায় ৫ বাসে আগুন

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৩:১৮, ১৯ নভেম্বর ২০২৩

আপডেট: ০৩:৩২, ১৯ নভেম্বর ২০২৩

জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনে, ঢাকা-কুমিল্লায় ৫ বাসে আগুন

ছবি: আপন দেশ

বিএনপিসহ সমমনা দলগুলো ডাকে আজ রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল। হরতালের আগের দিন শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঢাকা, কুমিল্লায় পাঁচটিবাসে অগ্নিসংযোরে পর গভীর রাতে জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে এবং পৃথক সময় ঘটে যাওয়া এসব ঘটনার পরপরই আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিস।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধির পাঠানো তথ্যে এসব জানা যায়। 

জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেয়া হয়। এসময় ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ট্রেনে আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। 

এ ঘটনায় হতাহতের কোনো খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

ধানমন্ডিতে বাসে আগুন। ছবি: সংগৃহীত

আগে রাজধানীর ধানমন্ডি ও কালশীতে ২টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টা ৪৭ মিনিটে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে সামনে মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, মিরপুরের কালশীতে রাত ১২টা ১০মিনিটে দিকে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবী ফায়ার স্টেশন এর ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। বাসে আগুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে আজ সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর আগারগাঁও ও গুলিস্তানে ৫০ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

কুমিল্লায় বাসে আগুন

কুমিল্লার নোয়াপাড়া পাসপোর্ট অফিসের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টার দিকে পাপিয়া পরিবহনের বাসে আগুন দেয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

পাপিয়া পরিবহনের ম্যানেজার নূর ই আলম বলেন, নোয়াপাড়ায় কুমিল্লা-ঢাকার সংযোগ সড়কের পাশে পাপিয়া পরিবহনসহ অন্যান্য বাস পার্কিং করা ছিল। কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে বাসে তরল ভর্তি বোতল নিক্ষেপ করে।

আগুন লাগার পর স্থানীয়রা ফায়ার স্টেশনে ফোন করলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লার কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ রোববার ও সোমবার হরতাল ডেকেছে বিএনপি ও এর সমমনা দলগুলো।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়