Apan Desh | আপন দেশ

স্বতন্ত্র প্রার্থীর ওপর মন্ত্রীর লোকের হামলা, মনোনয়ন ফরম ছিনতাইয়ের চেষ্টা

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৬, ২৫ নভেম্বর ২০২৩

আপডেট: ০২:০২, ২৫ নভেম্বর ২০২৩

স্বতন্ত্র প্রার্থীর ওপর মন্ত্রীর লোকের হামলা, মনোনয়ন ফরম ছিনতাইয়ের চেষ্টা

কুমিল্লা -৯ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে গোলাম সারোয়ার মজুমদারকে মারধর করা হয়। ছবি: ভিডিও থেকে নেয়া

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে মন্ত্রীর লোকদের হামলার শিকার হয়েছেন গোলাম সারোয়ার মজুমদার। তিনি সরসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক। 

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই হামলার ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

জানা গেছে, এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন<<>> নৌকা মনোনয়ন প্রত্যাশীকে বাসা থেকে তুলে নেয়ার অভিযোগ

হামলাকারীরা মন্ত্রী তাজুল ইসলামের লোক বলে অভিযোগ করেন গোলাম সারোয়ার মজুমদার। এ প্রতিবেদককে তিনি বলেন, কুমিল্লা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে দুর্বৃত্তরা আমার ওপর হামলা চালায়। তারা মনোনয়ন ফরম ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। মনোনয়ন ফরম সংগ্রহের আগে কামাল ও মহব্বতের অনুমতি নিয়েছি কি না জিজ্ঞেস করে।

এ ঘটনায় জেলা নির্বাচন অফিসার, প্রিজাইডিং অফিসার ও কুমিল্লা কোতোয়ালি থানায় অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

কুমিল্লা কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) রাকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়