ছবি: সংগৃহীত
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে চমক দেখিয়েছেন সাকিব আল হাসান। জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার আগেই রাজনীতিতে নাম লেখাচ্ছেন দেশসেরা এই ক্রিকেটার। এবার সাকিবের বাড়ির সামনে পুলিশি পাহারা বসানো হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) রাত থেকে মাগুরা শহরে সাকিবের বাড়ির সামনে পুলিশ পাহারা দিচ্ছে।
সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে অংশ নিতে মোট তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাকিব। তার নিজ জেলা মাগুরার দুই আসনের পাশাপাশি ঢাকা-১০ আসনেরও ফরম কিনেছেন তিনি। তবে মাগুরায় সাকিবকে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দিবে কিনা, তা নিয়ে জেলায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
মাগুরা শহরের কেশব মোড়ের সাহাপাড়ার বাড়ির সামনে রাতে পুলিশি পাহারা দিতে দেখা গেছে। পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও তার বাড়ির সামনে ঘুরতে দেখা গেছে বলেও জানা গেছে।
আরও পড়ুন <> তিন আসনের জন্য আ.লীগের মনোনয়ন ফরম নিলেন সাকিব
এর আগে সাকিবের বাড়ির সামনে কখনোই পুলিশ মোতায়েন করতে দেখেনি এলাকাবাসী। এই ঘটনায় তাই এলাকাবসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা গিয়েছে।
সাকিবের বাবা মাশরুর রেজা বলেন, 'শনিবার সন্ধ্যার পর থেকে বাড়ির সামনে পুলিশকে পাহারা দিতে দেখা যাচ্ছে। কী কারণে পুলিশ পাহারা দিচ্ছে সে বিষয়ে আমরা কিছু জানি না।'
নির্বাচনে দলীয় প্রার্থীদের তালিকা প্রায় চূড়ান্ত করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এখন শুধু প্রকাশের অপেক্ষা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রোববার (২৬ নভেম্বর) বিকালেই ঘোষণা করা হবে ৩০০ আসনের প্রার্থীদের নাম। সাকিব আওয়ামী লীগের মনোনয়ন পাবে কিনা তা আজই জানা যাবে। ইতোমধ্যে সাকিব প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গেছেন।
আপন দেশ/আরএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।