ঝালকাঠীতে আওয়ামী লীগের মিছিল
ঝালকাঠি: দ্বদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য বিএইচ হারুন ও ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ফের দলীয় মনোনয়ন পেয়েঠে^ন। এ উপলক্ষে এলাকায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে শহরের টাউন হলের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসরাত জাহান সোনালীর নেতৃত্বে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার। মিছিলটি শহর ঘুরে রোনাসে সড়কে আমির হোসেন আমুর বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইসরাত জাহান সোনালী।
অপরদিকে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএইচ হারুন নৌকার মনোনয়ন পাওয়ায় রাজাপুর ও কাঁঠালিয়ায় মোটরসাইকেল শোভাযাত্রা, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
রোববার বিকেলে মনোনয়নের বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণার পর রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণন করেন। এছাড়া উপজেলার বাগড়ি বাজারে মঠবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা সিকদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করা হয়। বিকেলে ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা শহরে মোটরসাইকেল শোভাযাত্রা বের করে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, জেলা আ.লীগের সহ-সভাপতি বর্তমান এমপি বিএইচ হারুন নৌকা প্রতীকের টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।