Apan Desh | আপন দেশ

আমছালা হারানো পদত্যাগী উপজেলা চেয়ারম্যান

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০২, ৩ ডিসেম্বর ২০২৩

আমছালা হারানো পদত্যাগী উপজেলা চেয়ারম্যান

ফাইল ছবি

ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। আপাতত আম-ছালা দুটোই হারিয়েছেন। এমপি হওয়ার স্বপ্ন নিয়ে ত্যাগ করেছেন উপজেলা চেয়ারম্যানের চেযার। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর ভূঞাপুর) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শনিবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

এ দিন সদ্য পদত্যাগ করা গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কায়ছারুল ইসলাম। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাইয়ে উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল-২ আসনে (ভূঞাপুর গোপালপুর) আসনে মো. ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন। তা বাতিলের পর তিনি বলেন, দৈবচয়ন পদ্ধতিতে ১০ জন ভোটারের মধ্য একজন ভোটারকে না পাওয়ার কারণে তদন্ত কমিটির রিপোর্টে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি এ বিষয়ে আপিল করবেন বলে জানান।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়