Apan Desh | আপন দেশ

ফরিদপুরে বিড়ালের শোকে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৯, ১৪ ডিসেম্বর ২০২৩

ফরিদপুরে বিড়ালের শোকে গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

পোষা বিড়াল হারিয়ে যাওয়ায় স্বামীর সঙ্গে ঝগড়া। অতঃপর আত্মহত্যা করেছে মেঘলা আক্তার (১৯) নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার ভোরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের নাজিরপুর গ্রামের ঘটনা এটি। 

নিহত গৃহবধূ শরীয়তপুরের জাজিরা উপজেলার মানিকনগর গ্রামের মিল্টন কাজীর মেয়ে মেঘলা আক্তার (১৯) ও ভাঙ্গা উপজেলার নাজিরপুর গ্রামের প্রাইভেটকার চালক সাহেবজাদার স্ত্রী। এ ঘটনায় ভাঙ্গা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

জানা যায়, নাজিরপুর গ্রামের সৈয়দ শাহজাহান চিসতীর ছেলে সাহেবজাদার সঙ্গে চার মাস আগে মেঘলার সঙ্গে বিয়ে হয়। মেঘলা একটি বিড়াল পুষতেন। বিড়ালটি হারিয়ে গেলে গতকাল বুধবার রাতে এ নিয়ে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া হয়। পরে রাতে খাবার খেয়ে সাহেবজাদার মামাতো বোন মিথিলাকে নিয়ে আলাদা ঘরে ঘুমাতে যান মেঘলা। ফজরের পর মেঘলার শ্বশুর শাহজাহান তাকে ঝুলতে দেখে চিৎকার দেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে ভোরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদ্যুৎ সরকার জানান, মোবাইলে স্বামীর সঙ্গে ঝগড়া করে মেঘলা ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরেও আমরা অপমৃত্যু মামলা নিয়ে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, নিহত মেঘলার বাবা মিল্টন কাজী বলেন, ‘আমার একমাত্র মেয়ে সে ইন্টারমিডিয়েট পাস করার পর বিয়ে দিয়েছি। ভালোই চলছিল ওদের সংসার। মেয়ের হায়াত এই পর্যন্তই ছিল আল্লাহর মাল, আল্লাহ নিয়ে গেছেন আমাদের কোনো অভিযোগ নাই। আমরা শুনেছি আমার মেয়ে আত্মহত্যা করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়