Apan Desh | আপন দেশ

পোস্টার লাগানো নিয়ে ২ প্রার্থীর সমর্থকের মারামারি

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫৯, ২১ ডিসেম্বর ২০২৩

পোস্টার লাগানো নিয়ে ২ প্রার্থীর সমর্থকের মারামারি

প্রতীকী ছবি

পোস্টার লাগানোকে কেন্দ্র করে ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্ব) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ওমেদিয়া বটতলা বাজারের দুর্গাপুর ওমেদিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থক আজিজ শেখ (৩০) ও আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের সমর্থক রুহুল আমিন শেখ (৪৮) আহত হন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পোস্টার লাগানোর সময় উভয়পক্ষের সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মারামারির ঘটনা ঘটে। তখন আজিজ ও রুহুল আহত হন। পরে তাদের দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে এ কে আজাদের সমর্থক আজিজের ডান পা ও মাথায় গুরুতর জখম হন।

অপরদিকে, রুহুল আমিনের মাথা ও মুখে আঘাত লাগে। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আমার সমর্থক রুহুল আমিন আহত হয়েছেন। নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন এ কে আজাদ। তিনি সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন।’

স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ বলেন, ‘আমি সন্ত্রাসীদের লালন করি না। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা প্রতিনিয়ত আমাদের কর্মীদের হামলা করছে, মারধর করছে।’

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়