ফাইল ছবি
দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে যাতায়াতে গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বিআইডব্লিউটিসি সূত্র জানায়, শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।
আরও পড়ুন <> বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে নিহত ২
এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে উভয় পাড়ে যানবাহনের জটের সৃষ্টি হয়েছে। এতে উভয় ঘাটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। আর হঠাৎ ফেরি চলাচল বন্ধের কারণে মাঝ নদীতে চারটা ফেরি আটকা পড়েছে এবং উভয় পাড়ে বাকি ফেরিগুলো নোঙর করে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ঘন কুয়াশার কারণে রাত থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।
আজকালের খবর/এমআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।