ছবি : আপন দেশ
ঢাকা থেকে আসা মালবাহী ট্রেনের বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ২৫-এর দিকে টঙ্গী ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকার দুর্ঘটনা এটি। লাইনচ্যুতির পরও প্রায় এক কিলোমিটার ওই অবস্থায় আসে। তবে এঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছোটন শর্মা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মালবাহী ওয়াগনটি টঙ্গী রেলওয়ে ব্রিজে ওঠার সময় এই লাইনচ্যুতির ঘটনা ঘটে। ওয়াগনটির পেছন দিক থেকে পাঁচ নম্বর বগিটির দুটি চাকা লাইনচ্যুত হয়। লাইনচ্যুত হওয়ার পরও প্রায় এক কিলোমিটার ওই অবস্থায় আসে। এতে লাইনের সামান্য কিছু ক্ষতি হয়। মালবাহী রেলের মালামাল নষ্ট হতে পারে। ট্রেন লাইনে আছে।
পুলিশ বলছে- দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। জয়দেবপুর জংশন রেললাইন স্টেশন মাস্টার হানিফ আলি জানান, ঢাকা-ময়মনসিংহ রেলপথে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।