Apan Desh | আপন দেশ

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৫, ২৫ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১৮:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৩

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় নিহত ৪

ছবি: আপন দেশ

ময়মনসিংহে ট্রেনের ধাক্কায় বালুবাহী ট্রাকের চারজন নিহত। তাদের পরিচয় জানা যায়নি। আহত আরও চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় ভৈরব ও নেত্রকোণা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরের ঘটনা এটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবোঝাই ট্রাক শম্ভুগঞ্জ রেলক্রসিংয়ে আটকে যায়। এ সময় জারিয়া থেকে আসা ‘বলাকা কমিউটার’ ট্রেনটির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে।  ট্রেনের ইঞ্জিনের সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। এরপর ইঞ্জিনের ভেতরে থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওই রেলক্রসিংয়ে কোনো ধরনের বেরিয়ার ছিল না, ঝুঁকিপূর্ণভাবেই এখান দিয়ে যানবাহন চলাচল করতো বলেও জানান স্থানীয়রা।

আরও পড়ুন>> ‘তোমার ঘাড় মটকে দেব’

এদিকে এ ঘটনার পর নেত্রকোনা-ভৈরবে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধার অভিযান শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়