Apan Desh | আপন দেশ

হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১০, ২৫ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২০:০৪, ২৫ ডিসেম্বর ২০২৩

হবিগঞ্জের ডিসি প্রত্যাহার

ফাইল ছবি

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশের তিন কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন সুষ্টু ও নিরপেক্ষ করতে এই আদেশ জারি করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয় ইসি।

ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জ জেলা প্রশাসক ছাড়াও চাঁদপুরের মতলব উত্তর, মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

আরও পড়ুন>> রাশিয়ার পারমাণু চালিত জাহাজে আগুন

হবিগঞ্জ জেলা প্রশাসককে বদলির অনুরোধ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে দেয়া চিঠিতে বলা হয়েছে, হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদস্থলে উপযুক্ত কর্মকর্তা পদায়ন করার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়