ছবি: আপন দেশ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার একটি ফাঁকা মাঠ থেকে ১৮টি ককটেল উদ্ধার করেছে র্যাব। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের বাইপাস সড়ক সংলগ্ন ফাঁকা মাঠে ককটেলগুলো নিষ্ক্রিয় করে র্যাবের বোম্ব ডিসপোজাল টিম।
এর আগে, সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কালিকাপুর (শেখপাড়া) গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের পাকা রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের ব্যাগে ককটেলগুলো পাওয়া যায়। আজ সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতার কাজে ব্যবহারের শংকা ছিল।
আরও পড়ুন>> বাংলাদেশকে কড়া বার্তা দিল আইএমএফ
প্রেস ব্রিফিংকালে র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার নাজমুল হক ও বোম্ব ডিসপোজাল টিমের লিডার ডিএডি শামসুল হক উপস্থিত ছিলেন।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।