ছবি: সংগৃহীত
নৌকার পক্ষে বৈঠক করেন ভোটকেন্দ্রের দায়িত্ব পাওয়া ৩৭ জন শিক্ষক। এজন্য তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া সেই বৈঠকের ৩ মিনিট ৩ সেকেন্ডের এরকম একটি ভিডিও ছড়িয়ে পরেছে। সেখানে মাদারীপুর-২ আসনের নৌকার প্রার্থী শাজাহান খান উপস্থিত ছিলেন। শিক্ষকদের আওয়ামী লীগের পক্ষে কাজ করার নির্দেশনাও দেয়া হয়।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা নান্নি খান অব্যাহতির এ আদেশ দেন।
জানা গেছে, ওই শিক্ষকরা মাদারীপুর-৩ আসনে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত। ভিডিওতে দেখা যায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান খান তাদেরকে নৌকার পক্ষে কাজ করার নির্দেশনা দিচ্ছেন। তিনি শাজাহান খানের ভাই্।
বৈঠকে তিনি বলেন, ‘আপনাদের প্রাণপ্রিয় নেতা শাজাহান খান প্রধানমন্ত্রী দ্বারা নির্দেশিত হয়েছেন যে, তিনের (মাদারীপুর-৩) আসনের উপরে গুরুত্ব দেওয়ার জন্য এবং তিনের প্রচার চালানোর জন্য। সেই হিসেবে আমরা কিন্তু তিনের (মাদারীপুর-৩) ওপরে বেশি দায়িত্ব পালন করতেছি। আপনাদেরও তিনে সেইভাবে দায়িত্ব পালন করবেন। তিনে যদি আমার গোলাপ ভাইকে নির্বাচিত করতে পারি। তাহলে দাদায় (শাজাহান খান) ও গোলাপ ভাই মিলে দীর্ঘদিনের জন্য মাদারীপুরকে স্থিতিশীলতায় নিয়ে আসতে পারবে।’
শিক্ষকদের উদ্দেশে ওবায়দুর রহমান খান বলেন, ‘আপনারা নিকট আত্মীয়দের নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানাবেন। ৩ (মাদারীপুর-৩) আসনে ভোটার উপস্থিত নিশ্চিত করবেন এবং ৩ (মাদারীপুর-৩) আসনের বাইরে যারা আছেন, তাদের নিকট আত্মীয়দের নৌকার পক্ষে কাজ করার জন্য দায়িত্ব পালন করবেন।’
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিম বলেন, যারা ঐ মিটিং ছিলেন আমাদের স্যার তাদের সবাইকে শোকজ করেছেন।
আরও পড়ুন>> অর্থমন্ত্রী পদত্যাগ না করলেই বোমা হামলা
জেলা নির্বাচন কর্মকর্তা আহমদ আলী বলেন, বিষয়টি রিটার্নিং কর্মকর্তার নজরে আসার পর পরই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে অবগত করা হয়েছে। আগামী ২ দিনের মধ্যে তদন্ত করে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান গণমাধ্যমকে বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে আসার পর তা তদন্ত করে দেখার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছি। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন আসার আগপর্যন্ত ওই ৩৭ শিক্ষককে নির্বাচনী সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এই ঘটনায় আরও কোনো শিক্ষক ছিলেন কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। সভায় যে আলোচনা হয়েছে, তা অবশ্যই নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।’
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।