Apan Desh | আপন দেশ

নাটোরে নৌকার ক্যাম্প পুড়িয়েছে দুর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪০, ১ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৩:২২, ১ জানুয়ারি ২০২৪

নাটোরে নৌকার ক্যাম্প পুড়িয়েছে দুর্বৃত্তরা

ছবি: সংগৃহীত

নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১ জানুয়ারি) ভোররাতে নাটোর পৌরসভা চৌমহনী মহল্লার ঘটনা এটি। এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শফিকুল ইসলাম শিমুলের প্রতীক নৌকা।

স্থানীয়রা জানান, নাটোর-২ আসনে নৌকার সমর্থকরা রোববার রাতে নির্বাচন ক্যাম্পিং শেষে বাড়ি যান। আজ ভোররাতের দিকে দুর্বৃত্তরা ক্যাম্পে আগুন দেয়। ভোরে মুসুল্লিরা নামাজে যাওয়ার পথে আগুন দেখতে পেলে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে ক্যাম্পে থাকা ১০টি চেয়ারের মধ্যে পাঁচটি সম্পূর্ণ আর বাকি পাঁচটি আংশিক পুড়ে গেছে। এ ছাড়া ক্যাম্পের চারিদিকে থাকা কাপড়ের পর্দাগুলোও পুড়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান। তিনি জানান, স্থানীয় লোকজনের মারফত শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নাটোর-২ আসনের রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভুঁইয়া জানান, ক্যাম্পে আগুন দেয়ার ঘটনা তিনি জেনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। 
আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়