Apan Desh | আপন দেশ

একদলীয় শাসন চালুর শঙ্কায় জি এম কাদের

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৩, ৭ জানুয়ারি ২০২৪

আপডেট: ১৭:০৪, ৭ জানুয়ারি ২০২৪

একদলীয় শাসন চালুর শঙ্কায় জি এম কাদের

ভিডিও থেকে নেয়া ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আমরা যেটি আশঙ্কা করছি সেটি হলো আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয় কিনা! আমরা যেহেতু নির্বাচনে এসেছি বর্জন করা সুযোগ নেই। নির্বাচনের পরে ফলাফল দেখে পরবর্তি কর্মসূচি নিতে হবে।’

আজ রোববার (৭ জানুয়ারি) রংপুরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত রংপুরের অবস্থা ভালো। শীতের সকাল। তারপরও খুবই শান্তিপূর্ণ পরিবেশ, ভোটারদের উপস্থিতিও স্বাভাবিক। সামনে আরও বাড়বে আশা করছি।’

আরও পড়ুন <> বর্জনকারীদের ভোটাররা বর্জন করেছে: ওবায়দুল কাদের

জাপার চেয়ারম্যান বলেন, ‘এখনই হতাশ হওয়ার মতো সময় আসেনি। তবে লক্ষণ ভালো দেখছি না। কিছু কিছু জায়গায় খবর পেয়েছি আমাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।’

জানা গেছে, রংপুর-৩ আসনের ভোটার না হওয়ায় সেখানকার প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি রংপুরের ভোটার নন, ঢাকার ভোটার।

রংপুর-৩ (সদর) আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাদের। ভোটের দিন তিনি নিজ আসনে ভোটের পরিস্থিতি ঘুরে দেখছেন এবং রংপুর থেকেই সারাদেশের ভোট পর্যবেক্ষণ করছেন। 

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়