Apan Desh | আপন দেশ

ধর্ষণের চেষ্টা, মামলা নেয়নি বরগুনা থানা, অতঃপর আদালতে বাবা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ১১ জানুয়ারি ২০২৪

ধর্ষণের চেষ্টা, মামলা নেয়নি বরগুনা থানা, অতঃপর আদালতে বাবা

প্রতীকী ছবি

কিশোরী কন্যা ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন। বাবা মামলা করতে যান থানায়। কিন্তু মামলা নেয়নি থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন তিনি।

ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান মামলাটি গ্রহণ করেন। বরগুনার গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৭ দিনের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

এজাহারে জানা যায়, বরগুনা সদর উপজেলার উরবুনিয়া গ্রামের কিশোরীর বাবা ওই ট্রাইব্যুনালে অভিযোগ করেন। প্রতিবেশী পান্না আকনের ছেলে সেলিম আকন (৩৮), সেলিমের বন্ধু লিটন মোল্লা (৪০) ও সোহাগ (২৫) মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা নেশাও করে।

মঙ্গলবার সন্ধ্যায় বাদীর মেয়ে তার বাড়ির পাশে ওয়াপদা রাস্তার ঢালে ছাগল আনতে যায়। ওই সময় তিন কিশোর পাশের একটি গাছের আড়ালে বসে নেশা করছিল। কিশোরীকে তিন যুবক দেখে তাকে টেনেহেঁচড়ে গাছের আড়ালে ঝুপড়ির মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। কিশোরীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তিন যুবক পালিয়ে যায়।

কিশোরীর বাবা বলেন, ওই বখাটেরা আমার মেয়েকে একা পেয়ে গাছের আড়ালে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। বরগুনা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আমার মামলা নেয়নি।

কিশোরদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম মো. মিজানুর রহমান বলেন, বরগুনা থানায় এ ব্যাপারে কেউ মামলা করতে আসেননি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়