Apan Desh | আপন দেশ

দেশের অসহায়দের মধ্যে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ২০ জানুয়ারি ২০২৪

আপডেট: ২২:৩৭, ২০ জানুয়ারি ২০২৪

দেশের অসহায়দের মধ্যে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ছবি : আপন দেশ

শীতে কাঁপছে দেশ। বিত্তবানরা বস্ত্র দিয়ে শীত মোকাবেলা করছে। কিন্তু শীতে কাবু হচ্ছে সুবিধাবঞ্চিতরা। বঞ্চিতের তালিকায় রয়েছে শিশু থেকে শুরু করে বৃদ্ধ। বরাবরের মতো এবারও সুহৃদয়বান ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবি সংগঠন দুখি মানুষের পাশে দাড়িয়েছে। তারা নিজ নিজ এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে।

আজ (২০ জানুয়ারি) টাঙ্গাইলে শীতবস্ত্র বিতরণ করেছে জনতা ব্যাংক, ঝালকাঠিতে শীতার্তদের মধ্যে বস্ত্র দিয়েছে সামাজিক সংগঠন ইয়াসের। ইসলামি বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে কাম ফর রোড চাইল্ড (সি আর সি) নামের সংগঠন।  

জনতা ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, দেশের বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, করোনা মহামারী ও শৈত্য প্রবাহসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গরীব-দুঃখি মেহনতি মানুষের পাশে দাড়িয়ে আসছে জনতা ব্যাংক। এরই ধারাবাহিকতায় এ বছরও চলমান প্রবল শৈত্য প্রবাহে সারাদেশে অসহায় শীতার্তদের সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাড়িয়েছে ব্যাংকটি।

শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মতিনে সৌজন্যে টাঙ্গাইল সদর উপজেলাধীন বাঘিল ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।শীতে কাবু মানুষগুলো কম্বল হাতে পেয়ে আনন্দের অনুভূতি প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি টাঙ্গাইল এরিয়ার উপমহাব্যবস্থাপক ফারজানা খালেক, জিএম সাহেবের প্রতিনিধি জনাব তাহমিনা পারভীন ডেইজি, টাঙ্গাইল কর্পোরেট শাখার এজিএম জাহাঙ্গীর আলম, স্থানীয় ইউপি সদস্য মোঃ মনির হোসেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইয়াসের শীতবস্ত্র বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি জানান, ‘তরুণদের হাতে গড়বো দেশ, আমার সোনার বাংলাদেশ’এই স্লোগানে ঝালকাঠিতে সুবিধাবঞ্চিতদের মাঝে ইয়াসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।সকাল ১১ টায় কাঁঠালতলাস্থ ইয়াসের প্রধান কার্যালয়ে সমাজের সামগ্রিক উন্নয়ন মূলক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনের সভাপতি আবির হোসেন রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল তুলে দেন জেলার সিভিল সার্জন ডাঃ এইচএম জহিরুল ইসলাম।

ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসের উপদেষ্টা তরুন কর্মকার, ইসরাত জাহান সোনালী, আক্কাস সিকদার, মোঃ ছবির হোসেন, কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল বরন হালদার, সাবেক সভাপতি শাকিল হাওলাদার রনি, যুগ্ন-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম শুভ, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, অর্থ সম্পাদক রাহাত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাসিন আহমেদ প্রমুখ।

ইবি সিআরসির শীতবস্ত্র বিতরণ 

ইবি প্রতিনিধি জানান, দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাম ফর রোড চাইল্ড (সি আর সি)-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে 'ভালোবাসার উঞ্চতায় ঢেকে যাক শীতার্তদের আর্তনাদ' স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি মো: শাহীদ কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সি আর সির সাবেক সভাপতি রনি সাহা, বিশেষ অতিথি উম্মে হাবিবা হ্যাপি, এছাড়া উপস্থিত ছিলেন তারুণ্যের সভাপতি রিফাত মাশরাফি প্রত্যয়, সাইন্স ক্লাবের সহ-সভাপতি শাহ নাঈম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সি আর সির প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ও মমিনুল ইসলাম।  

এ সময় সি আর সি ইবি শাখার স্কুলের ৪০ এর অধিক জন ছাত্র ছাত্রীদের এবং ইবি হল সমূহের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের পোশাক হুডি উপহার দেয়া হয়। এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন অসহায় বৃদ্ধদের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

আপন দেশ/এবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়