Apan Desh | আপন দেশ

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ২৪ জানুয়ারি ২০২৪

রাজধানীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টি

ছবি: আপন দেশ

সকালে সূর্যের দেখা মিললেও দুপুরের পর থেকে আকাশ ছিল গুমোট। কুয়াশার আড়ালে থাকা সূর্য দুপুরের পরও তার তেজ দেখাতে পারেনি। হাড়কাঁপানো শীতের মাস ‘মাঘ’, শুরু হয়েছে ১০ দিন হলো। শীতের দাপটে জবুথবু হয়ে পড়েছে মানুষ। এরমধ্যেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি দেখলো রাজধানী ঢাকা। 

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ঝড়েছে। 

যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে রয়েছে কুয়াশার দাপট। যে কারণে সূর্য উঁকি দিতে সময় নিচ্ছে। এ অবস্থায় ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির পূর্বাআভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আপন দেশ/এসএমএ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়