ছবি: সংগৃহীত
মা-বাবাকে ভরণপোষণ দেয় না ছেলে। উল্টো অত্যাচার-নির্যাতন চালাতো। নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেন বৃদ্ধ বাবা। সেই মামলায় গ্রেফতার হন ছেলে মো. হাবিব শেখ (২৫)। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে গ্রেফতার করা হয় তাকে। পরে বিকেলে কারাগারে পাঠান আদালত।
ঘটনাটি জামালপুরের মেলান্দহ উপজেলার। মামলার বাদী মো. তোফাজ্জল হোসেন চর রুহিলী গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার মেলান্দহ থানায় মামলা করেন তিনি।
আরও পড়ুন>>পাকিস্তানী গণমাধ্যমে ‘নিষিদ্ধ’ ইমরান খান
এজাহার সূত্রে জানা যায়, বৃদ্ধ তোফাজ্জেল ও তার স্ত্রী মোছা. হাজেরা বেগমের সঙ্গে উগ্র আচরণ করতো আসামি হাবিব। এছাড়া বাবা-মায়ের দেখাশোনা করতেন না। তার অত্যাচারে অতিষ্ঠ এবং বাধ্য হয়ে থানায় মামলা করেন আসামির বাবা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহামেদ বলেন, পিতা-মাতাকে ভরণপোষণ না দেয়ার মামলায় ছেলেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে পাঠানো হয়। এ ধরনের অভিযোগ থানায় আসা মাত্রই পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।