Apan Desh | আপন দেশ

‘রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে’

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২৪, ২৬ জানুয়ারি ২০২৪

‘রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে’

ফাইল ছবি

রমজান মাসে সব ধরনের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। ভারত থেকে শিগগিরই ২০ হাজার টন পেঁয়াজ, ৫০ হাজার টন চিনি আমদানি করা হবে। জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শুক্রবার (২৬ জানুয়ারি) টাঙ্গাইলের দেলদুয়ায় সাংবাদিকদের এ কথা বলেন। 

তিনি বলেন, ‘দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে বৈঠক করেছি। চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। সেই শুল্ক যাতে আমরা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। তাছাড়া ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ, ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকেও তেল-চিনি আসছে। তাই এবার রমজানে দেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে।’

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমদানিকারক, লোকাল উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগসহ সবার সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা বলেছেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ পণ্য মজুদ আছে।’ 

দাম নিয়ন্ত্রণের বিষয়ে তিনি আরও বলেন, ‘কেউ মজুদ করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি না করতে পারে, সেদিকে নজর রয়েছে। যারা এ কাজ করবেন, তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বাজার নজরদারি শুরু হয়েছে।’

আরও পড়ুন>> ব্যবসায়ীদের লোভের জিহ্বা টানতে চান মন্ত্রী

সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাজার যাচাই করে সংবাদ করবেন। এক বাজার দেখলেন ১৫০ টাকা, আরেক বাজারে ২৫০ টাকা, তাহলে হবে না। সব বাজার থেকে তথ্য যাচাই করে সংবাদ করবেন। তাহলে মানুষের মধ্যে আর সমস্যা সৃষ্টি হবে না।

আহসানুল ইসলাম টিটু বলেন, টিসিবির মাধ্যমে রমজানে সারাদেশে খাদ্য বিতরণ করা হবে। আগে ট্রাকে বিতরণ করা হতো। এখন ডিলারের দোকানের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। এরপর প্রতিটা এলাকায় নির্দিষ্ট জায়গায় বিতরণ করা হবে।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়