ছবি : আপন দেশ
সাজা হয়েছিল ৫বছর। কিন্তু সাজা খাটতে চাননি মো.সুজন (৩৮। পালিয়ে বেড়ালেন ১৪ বছর। কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা খেতেই হলো। সাজা আরও বাড়তে পারে এখন। এ ঘটনা নোয়াখালীর বেগমগঞ্জের। গ্রেফতারকৃত ) উপজেলার গনিপুর গ্রামের আকবর শেঠসাংয়ের ছেলে।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, তাকে উপজেলার গনিপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন <<>> ভোটের রাতে ধর্ষণ, ১০ জনের ফাঁসি
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সুজন মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। সে ২০০৯ সালে একটি মাদক মামলায় গ্রেফতার হয়। এরপর কিছুদিন হাজতবাসের পর জামিনে মুক্ত হয়ে ১৪ বছর পলাতক ছিল।
নোয়াখালীর এসপি মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।