ছবি: সংগৃহীত
সংসদে সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন ফরম তুলেছেন প্রভাষক মাহফুজা খানম লিপি। তিনি বগুড়া জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী। বুধবার (৭ ফেব্রুয়ারি) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন।
জানা গেছে, বর্তমান বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মাহফুজা খানম লিপি। সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন। বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের নির্বাচিত ভিপি।
এছাড়া সামাজিক, মানবিকসহ নানামুখী সংগঠনের নেতৃত্বেও রয়েছেন লিপি। প্রতিষ্ঠিত এই ব্যবসায়ীর স্বামী বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক।
লিপি বলেন, আওয়ামী লীগ একমাত্র দল যারা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, লালন করে। আমি প্রত্যাশা করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন। মনোনয়ন পেলে দল ও দেশের মানুষের জন্য কাজ করবেন বলেন জানান তিনি।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার প্রথম দিনে রাজশাহী বিভাগে ৯০ ফরম বিক্রি হয়। এর মধ্যে ১৭ ফরম বিক্রি হয়েছে বগুড়ায়।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।