ছবি: সংগৃহীত
আবারও নারাণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণ হয়েছে। এতে ক্রোনি অ্যাপারেলস কারখানায় দগ্ধ হয়েছেন ১৪ জন। তারা ওই পোশাক কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। দগ্ধদের ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলের।
দগ্ধরা হলেন- পলাশ কান্তি মন্ডল, জিতু, মুকুল, শান্ত, আমির মিয়া, মিঠুন বিশ্বাস, কামরুল, রুবেল, মনির, রিপন, শফিক, মেহেদী, জাকির, মাহবুব কাজি।
দগ্ধ কামরুল হাসান একজন ওয়েল্ডিং মিস্ত্রি। জানান, তারা কয়েকজন মিস্ত্রি সিলিন্ডারের গ্যাস ব্যবহার করে ওয়েল্ডিংয়ের কাজ করছিলেন। তখনই ওই সিলিন্ডারের সেই পাইপ ফেটে বিস্ফোরণ ঘটে। এতে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তেই আবার সেই আগুন নিভে যায়। তবে সেখান দিয়ে যাতায়াত করা কারখানাটির বিভিন্ন কর্মচারীরা সামান্য দগ্ধ হন।
আরও পড়ুন>> সেন্টমার্টিন ভ্রমণে নিষেধাজ্ঞা
পোশাক তৈরি কারখানাটির অডিট কর্মকর্তা মো. সাব্বির হোসেন জানান, ঘটনার পরপরই দগ্ধদের দ্রুত বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছে। সবাই কারখানাটির বিভিন্ন সেকশনে কাজ করেন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় দগ্ধ ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৩ জন শঙ্কামুক্ত আছেন। তবে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।