Apan Desh | আপন দেশ

ভাসানচরে পৌাঁছাল আরও ১৫২৭ রোহিঙ্গা 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৪

ভাসানচরে পৌাঁছাল আরও ১৫২৭ রোহিঙ্গা 

ছবি: সংগৃহীত

নোয়াখালীর ভাসানচরে আরও এক হাজার ৫২৭ রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছে। একই বহরে ৬৪০ জন পুরাতন রোহিঙ্গা ছিল। ২৩ ধাপে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া থেকে তাদেরকে ভাসানচরে নেয়া হলো। এ নিয়ে সেখানে রোহিঙ্গার সংখ্যা ‌দাঁড়াল ৩৩ হাজার ৫২৭।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) নৌ বাহিনীর চারটি জাহাজে করে তাদের সেখানে নেয়া হয়। 

মঙ্গলবার বিকেল, ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজের মাঠে আনা হয়। সেখান থেকে রাতে তারা চট্টগ্রামে পৌঁছায়।

আরও পড়ুন>> দেশে গিয়ে অস্ত্র হাতে ফিরলেন ২৩ রোহিঙ্গা

আরআরআরসি কার্যালয় সূত্রে জানা যায়, ২২ দফায় কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে ৩২ হাজার রোহিঙ্গাকে। ভাসানচরের আশ্রয়শিবিরে মোট এক লাখ রোহিঙ্গাকে সরিয়ে নেয়ার পরিকল্পনা আছে সরকারের।

ভাসানচর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া বলেন, নতুন রোহিঙ্গাদেরে নৌ বাহিনীর পেঙ্গুইন, তিমি, ডলফিন, টুনা জাহাজে নিয়ে আসা হয়। এরপর নৌবাহিনীর পল্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে গাড়ির মাধ্যমে বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হয়। 

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়