Apan Desh | আপন দেশ

কেন্দ্রের দায়িত্বে অবহেলা, দুই শিক্ষককে অব্যাহতি 

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত: ১৯:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৯:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৪

কেন্দ্রের দায়িত্বে অবহেলা, দুই শিক্ষককে অব্যাহতি 

ছবি: সংগৃহীত

চলমান দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় দুই শিক্ষকের অব্যাহতি। অসুদপায় অবলম্বনের জন্য এক পরীক্ষার্থীকেও বহিষ্কার করা হয়েছে। নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরীক্ষা কেন্দ্রের ঘটনা এটি। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ নিদের্শ দেন ইউএনও মো. নজরুল ইসলাম।

অব্যাহতিপ্রাপ্তরা হলেন- তিমিরকাঠি ফাতেমিয়া আজিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মিনারুল ইসলাম, নাঙ্গুলী মালিপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষিকা মমতাজ বেগম।

জানা যায়, নলছিটি ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে অনিয়ম চলছে। এ তথ্য পেয়ে ইউএনও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় বহিষ্কার হওয়া পরীক্ষার্থীর অসুদপায়, দায়িত্বরত শিক্ষকদের দায়িত্বে অবহেলার প্রমাণ মেলে। অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা চলমান দাখিল পরীক্ষায় আর কোন দায়িত্ব পালন করতে পারবেন না।

ইউএনও মো. নজরুল ইসলাম জানান, নলছিটিতে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে। এ ব্যাপারে প্রচেষ্টা চলমান আছে। কেউ যদি দায়িত্ব অবহেলা বা নকলের সহায়তা নেয় তাকে ছাড় দেয়া হবে না। 

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়