ছবি: সংগৃহীত
আগামীকাল সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি থাকবে এদিন। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে। মঙ্গলবার সকাল থেকে ফের এ পথে বাণিজ্য কার্যক্রম চলবে বলে। জানিয়েছে বন্দর ব্যবহারকারী সংগঠনের নেতারা।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় সোমবার বন্দরের সকল কাজকর্ম বন্ধ থাকবে। সে কারণে এ পথে কোনো আমদানি-রফতানি হবে না। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চলবে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বিশ্বাস জানান, এদিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল ইসলাম জানান, সোমবার পবিত্র শবে বরাতে বন্দরের পাশাপাশি কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকবে। তবে যেসব ভারতীয় ট্রাক বন্দরে পণ্য আনলোড করে খালি ট্রাক নিয়ে ফিরে যেতে চাইবে তাদের অনুমতি দেয়া হবে। এ জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা থাকবে।
আপন দেশ/এসএমএ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।