Apan Desh | আপন দেশ

স্বামীকে পিটিয়ে হত্যায় স্ত্রীর কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

স্বামীকে পিটিয়ে হত্যায় স্ত্রীর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বামীকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে স্ত্রী। অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানাও করেছে। অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত সাহিদা বেগম (৫৭) উপজেলার বালিয়াকান্দির বংকুর গ্রামের মৃত আশরাফ সানার স্ত্রী। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাকিয়া পারভীন এ রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত আসামি। 

পাবিরারিক কলহের কারণে ২০১২ সালের ৪ ডিসেম্বর এ ঘটনায় মামলা হয়। পরে আসামি সাহিদা বেগমকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। সাহিদা বেগম ৯ মাস কারাভোগের পর থেকে জামিনে ছিলেন। রায় প্রদানের সময় আদালতে উপস্থিত হলে আদালত সাহিদা বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) উজির আলী শেখ বলেন, ‌‘আদালত দীর্ঘ শুনানি শেষে ১২ বছর পর— এ হত্যা মামলার রায় দিলেন। এ রায়ে আমরা সন্তুষ্ট।’

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়