Apan Desh | আপন দেশ

পরিবারের ৫ সদস্য পাশাপাশি কবরে শায়িত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৬, ১ মার্চ ২০২৪

পরিবারের ৫ সদস্য পাশাপাশি কবরে শায়িত

ছবি: আপন দেশ

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবাসী পরিবারের পাঁচ সদস্য। একই সারিতে পাশাপাশি তাদের দাফন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) বাদ আসর ব্রাহ্মণবাড়িরার সরাইলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত হন একই পরিবারের পাঁচ সদস্য। 

তারা হলেন- উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩), ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।

নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন জানান, ছেলে আব্দুল্লাহর অনুরোধে কাউসার বৃহস্পতিবার রাতে পরিবারের চার সদস্যসহ কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে যান। সেখানে অগ্নিদগ্ধ হয়ে পরিবারের পাঁচ সদস্য নিহত হন।

তিনি জানান, বাদ আসর খন্দকার বাড়ি পারিবারিক কবরস্থানে পাঁচজনের দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন>> মা-মেয়ের দেহ মর্গে, খোঁজ মেলেনি স্বজনের

নিহত কাউসারের পরিবারের সদস্যরা জানান, কাউসার প্রথমে সিঙ্গাপুর প্রবাসী ছিলেন। প্রায় ২০ বছর আগে ইতালি পাড়ি দেন। এরমাঝে তার দেশে আসা যাওয়া ছিল। দেড়মাস আগে প্রায় দুই বছর পর ইতালি থেকে দেশে ফেরেন কাউসার। তার স্ত্রী-সন্তানদের ইতালি নিয়ে যাওয়ার জন্য ভিসা ও টিকিট সম্পন্ন করেছিলেন। আগামী ২০ মার্চ তাদের নিয়ে ইতালি যাওয়ার কথা ছিল।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়