ছবি : আপন দেশ
সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় ভোটার দিবস’২০২৪ পালিত হয়েছে। শনিবার ( ২ মার্চ) সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস এ আয়োজন করে।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় চত্বরে বেলুন, ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন।
দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন অফিসার মো. মেহেদী হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল (টিটু), উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।
দিবসটি উপলক্ষে নতুন ভোটারদের বায়োমেট্রিক গ্রহণ, ভোটার সংশোধনী ও স্থানান্তর আবেদনসহ ভোটারসেবা কার্যক্রমের দিক নির্দেশনা তুলে ধরা হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।