প্রতীকী ছবি
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আত্মগোপনে থাকা এক নারীকে গ্রেফতার করা হয়েছে। ওই নারীর নাম কুলসুম বেগম (৩৮)। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা দেওয়ানপাড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।
বৃহস্পতিবার ( ৭ মার্চ) রাতে র্যাব-৪ এর সহায়তায় র্যাব-৫ এর রাজশাহীর সদস্যরা ঢাকার আশুলিয়া থানা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার দুপুরে র্যাব-৫ রাজশাহীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, ২০১৪ সালের মে মাসে রাজশাহীর পবা থানা এলাকায় মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়েছিলেন কুলসুম। এ নিয়ে তার বিরুদ্ধে মামলা হয়। পরে জামিনে কারাগার থেকে বেরিয়ে কুলসুম আত্মগোপনে চলে যান। পরে আসামির অনুপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করেন।
রায়ে আদালত কুলসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।