Apan Desh | আপন দেশ

ঝালকাঠিতে অবৈধ ৩৩ ইটভাটা বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:০২, ১৪ মার্চ ২০২৪

ঝালকাঠিতে অবৈধ ৩৩ ইটভাটা বন্ধ

ছবি: সংগৃহীত

ঝালকাঠির চার উপজেলায় ৩৩ অবৈধ ইটভাটা বন্ধ করেছে জেলা প্রশাসন। এ সময় ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে একজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। গতকাল বুধবার দিনব্যাপী চার উপজেলায় অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, চার উপজেলায় ৩৩ অবৈধ ইটভাটাকে ২০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা ও একজনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। এরমধ্যে নলছিটি উপজেলার নয়টি ভাটাকে ১০ লাখ ৫ হাজার জরিমানা করা হয়েছে। ঝালকাঠি সদরে ছয়টি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা, রাজাপুরের চার ভাটাকে ৩ লাখ টাকা, কাঁঠালিয়ার দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। 

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলার ৩৩ অবৈধ ইটভাটা অভিযান চালানো হয়। পরে ভাটাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। একযোগে চার উপজেলা আমাদের ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আপন দেশ/এআই/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়