Apan Desh | আপন দেশ

কুমিল্লায় ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৩৩, ১৮ মার্চ ২০২৪

আপডেট: ১০:৫৯, ১৮ মার্চ ২০২৪

কুমিল্লায় ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ১৪ ঘণ্টা পর ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) ভোররাত ৪টার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এখনো লাইনচ্যুত হওয়া নয় বগির একটিও উদ্ধার করা সম্ভব হয়নি।

চট্টগ্রাম পূ্র্বাঞ্চলীয় রেলওয়ের ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর আপ লাইন একেবারেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গেছে। বগিগুলোর বেশিরভাগ ডাউন লাইনে ছিটকে পড়েছে। সন্ধ্যা ৭টার দিকে দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করে। রাত ৪টা পর্যন্ত নয় ঘণ্টা চেষ্টার পর ডাউন লাইনের ওপর পড়া বগিগুলো টেনে লাইন থেকে সরানো হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।

আরও পড়ুন <> কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

তিনি জানান, ইতোমধ্যেই চট্টগ্রামে আটকে থাকা সব ট্রেন ছেড়েছে।প্রথমে ডাউন কক্সবাজার, ডাউন সূবর্ণা, ডাউন সাগরিকা ও পরে আপ সোনার বাংলা, আপ কক্সবাজার চলাচল করবে।

এদিকে এ ঘটনায় রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।রোববার (১৭ মার্চ) বিকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম এ কমিটি গঠন করেন। 

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী আবদুল হানিফ, সংকেত ও টেলিযোগাযোগ কর্মকর্তা জাহেদ আরেফীন পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) সাজিদ হাসান এবং বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) সজীব হাসনাত।

রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার হাসানপুর ট্রেন স্টেশনের তিন কিলোমিটার দক্ষিণে তেজের বাজার শিহর নামক স্থানে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি ইঞ্জিনসহ নয়টি বগি লাইনচ্যুত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি আপলাইন ২০৮ নম্বর ব্রিজের উপর আসলে বিকট শব্দে ট্রেনটি লাইনচ্যুত হয়ে ট্রেনের তিনটি বগি স্থানীয় স্বপন ও চাঁদ মিয়ার বসতঘরের উপর পড়ে যায়। এতে স্বপন ও চাঁদ মিয়াসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ট্রেনে থাকা কমপক্ষে ১২ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ফার্মেসি ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

হাসানপুর রেলস্টেশন মাস্টার মঙ্গীমার্মা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- গরমের কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। তবে তদন্তসাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

আপন দেশ/এমআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়